মুসলিম আমি – ইসলামীক কবিতা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
মুসলিম আমি – ইসলামীক কবিতা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
মুসলিম আমি, আল্লাহপ্রেমী
বিশ্ব আমার জন্মভূমী
তাগুতের আঁকা সীমানা প্রাচীর
ভেঙ্গে দেবো আমি সাহসী বীর
উত্তর থেকে দক্ষিণ মেরু
আমাজান বন, সাহারা মরু
সাতটি সাগর, সাত মহাদেশ
সবই আমার নিজের স্বদেশ
হবে সীমানা বিহীন একটিই দেশ।