পরকালের পথে যাত্রা পর্ব- ০৯। কিয়ামতের বড় লক্ষণ দাজ্জাল ও ঈসা আঃ । অডিও সিরিজ ডাউনলোড করুন

দাজ্জালের ফিতনা সম্পর্কে রাসুলুল্লাহ সা. বলেছেন, “আদমের সৃষ্টির পর থেকে বিচারদিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোন ফিতনা নেই।”
রাসুলুল্লাহ সা. আরো বলেছেন, “দাজ্জালের কাছে থাকবে জান্নাত আর জাহান্নাম, কিন্তু তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত।” – সহিহ মুসলিম
অর্থাৎ, সে এমন সব নিয়ামত নিয়ে হাজির হবে যা দেখে সেটাকে জান্নাতের মত মনে হবে, আর সে এমন সব শাস্তিও নিয়ে হাজির আসবে যেটাকে মনে হবে জাহান্নাম। আর এভাবেই সে মানুষের সাথে প্রতারণা করবে। কিন্তু রাসুলুল্লাহ সা. আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন যে ‘তোমরা তার কথায় প্ররোচিত হয়ো না, কারণ তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত।’
সহিহ মুসলিমের অপর একটি বর্ণনায় রাসুলুল্লাহ সা. বলেছেন, “দাজ্জাল সম্পর্কে আমি স্বয়ং দাজ্জালের চেয়ে বেশি জানি। তার কাছে রয়েছে দুইটি নদী, যার মধ্যে একটি দিয়ে সাদা পানি বয়ে যায় এবং অপরটি দিয়ে বয়ে যায়আগুন। তোমাদের কেউ যদি সেই সময় পর্যন্ত বেচে থাকো, তাহলে চোখ বন্ধ করে তার আগুনে ঝাপ দিও, কারণ তা হচ্ছে আসলে ঠান্ডা পানি।”
পরকালের পথে যাত্রা পর্ব- ০৯
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *