কবিতায় নবীর কথা – শায়েখ আব্দুল্লাহ আল মুনির – ইসলামিক কবিতা

কবিতায় নবীর কথা -শায়েখ আব্দুল্লাহ আল মুনীর

নিচের প্রতিটি লাইন কবিতার হেডিং, শায়েখের এই কবিতাটি অনেক বড় এজন্য আলাদা আলাদা হেডিং করা হয়েছে যা মূল কবিতা গ্রন্থ হতে বিন্দু পরিমান পরিবর্তন করা হয়নি। এই হেডিংএর উপর ক্লিক করলে ওই হেডিংয়ের পাতায় চলে যাবেন এবং সেখান থেকে সেই কবিতাটি পড়তে পারবেন। সমস্ত কবিতা পড়তে হলে এই পোষ্টের নিচে হেডিংয়ের নিচ থেকে পড়া শুরু করুন। কবিতাটি পড়া শেষ হলে কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।

নবুয়তের পূর্বের চল্লিশ বছর

জাহেলী যুগ

নবীর জন্ম

দুধ মা হালিমার ঘরে

মায়ের মৃত্যু এবং দাদার তত্ত্বাবাধায়নে

দাদার মৃত্যু এবং চাচা আবু তালিবের তত্ত্বাবধায়নে

বাহীরা পাদ্রীর ঘটনা

ফিজার যুদ্ধ ও হিলফুল ফুজুল

কর্মজীবন

মা খাদিজার সাথে বিবাহ

নবীজীর সুবিচার

নবুয়তের পূর্বে রসুলের আখলাক চরিত্র

নবুয়ত প্রাপ্তী – ওহী নাযিলের পটভুমি

ওহী নাযিল হওযার ঘটনা

ওহীর প্রকারভেদ

মক্কায় দ্বীনের দাওয়াত – গোপনে দ্বীনের দাওয়াত

প্রকাশ্যে দ্বীনের দাওয়াত

কাফিরদের বাধা উপেক্ষা করে হাজিদের মাধ্যমে বিশ্বব্যাপী দাওয়াত ছড়িয়ে দেওয়া

দাওয়াতের পথে কুটনৈতিক বাঁধা বিপত্তি

মুমিনদের উপর অত্যাচার ও নিপিড়ন

রসুলের সাথে কাফিরদের আচরণ

আবু তালীবের সাথে কুরাইশদের বৈঠক

নবীর উপর উৎপিড়ন

আল্লাহর রসুল ও তার সাহাবাদের গোপন বৈঠক

হাবশায় প্রথম হিজরত

মক্কার কাফিরদের ইসলাম গ্রহণের গুজব

হাবশায় দ্বিতীয় হিজরত

হিজরতের পর মক্কার অবস্থা

হামযা রাঃ এর ইসলাম গ্রহণ

উপর রাঃ এর ইসলাম গ্রহণ

আল্লাহর নবীকে কাফিরদের প্রলোভন

আবু জেহেলের পক্ষ থেকে নবীকে হত্যার প্রচেষ্টা

ইয়াহুদীদের কাছে সাহায্য প্রার্থনা

ধর্মে ভাগাভাগি করার প্রস্তাব

আবু তালিবের প্রতিজ্ঞা

মুমিনগণ এবং তাদের সহযোগীদের সমাজ থেকে একঘরে করা

আবু তালিবের সাথে শেষ বৈঠক

শোকের বছর

সাওদা রাঃ এর সাথে বিবাহ

মক্কার বাইরে দাওয়াত-তায়েফের দিন

অন্যান্য গোত্রের নিকট দাওয়াত

মক্কার বাইরের কিছু সাহাবার ঈমান আনার কাহিনী-সুওয়াইদ ইবনে সমিত

ইয়াস ইবনে মুয়াজ

আবু জার রাঃ এর ইসলাম গ্রহণ

তুফাইল রাঃ এর ইসলাম গ্রহণ

দিমাদ আল আযদী

আয়েশা রাঃ এর সাথে বিবাহ

মিরাজের ঘটনা

মদীনায় দ্বীনের প্রচার-প্রসার-মদীনার ছয় জন নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ইসলাম গ্রহণ

প্রথম বায়াতে আক্বাবা

মদীনায় রসুলের দূত

দ্বিতীয় বায়াতে আক্বাবা

নবুয়তের পূর্বের চল্লিশ বছর

পহেলী যুগের জাহেলী আরব

জুলুম সেথায় সদাই সরব।

জ্ঞানের আলো গিয়েছে নিভে

পাপের পাকে সকলে ডুবে

ধর্ম তাদের শেরেক কুফর

দেবতা মানে কাঠ ও পাথর।

লাত, মানাত, উজ্জা, হোবল

এসব তাদের দেবতা সকল।

আল্লাহর ঘর কাবায় যত

মূর্তি রাখে শত শত।

এক আল্লাহই নেইকো ঈমান

মানে নাকো পুনরুত্থান।

সকল পাপের সাজা হবে

এমন কথা নাহি ভাবে।

তাইতো সবে লিপ্ত থাকে

কঠিন কঠিন পাপের ছকে।

খুন খারাবী হত্যা হনন

অকারণ হয় যখন তখন।

অন্যায় যা সদাই ঘটে।

আইন কানুন নেইকো মোটে

ব্যায়ের ভয়ে নিজের মেয়ে

দাফন করে মাটির গাঁয়ে।

কবিতায় নবীর কথা কবিতায় নবীর কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *