ফিজার যুদ্ধ ও হিলফুল ফুজুল – কবিতায় নবীর কথা – শায়েখ আব্দুল্লাহ আল মুনির
হিলফুল ফুজুল ও ফিজার যুদ্ধ – কবিতায় নবীর কথা গ্রন্থের খন্ড অংশ- শায়েখ আব্দুল্লাহ আল মুনির
নবীর সয়স যখন কুড়ি
আরবে হয় মারামারি।
হারাম মাসে ঘটে বলে
ফিজার যুদ্ধ তাকে বলে।
আরব দেশের কিছু গোত্রে
যুদ্ধ করে পরষ্পরে।
কুরাইশ আর কিনানাতে
যোগ দেয় এক সাথে
রসুল ছিলেন তাদের সাথে
তীর খুঁজে দিতেন হাতে।
অন্য পক্ষে কায়েস ছিলো
প্রচন্ড এক যুদ্ধ হলো।
হতাহত অগনিত
ক্ষতি হলো আরও কত।
অবশেষে তারা বসে
সন্ধি করলো মিলে মিশে।
এই যুদ্ধের ক্ষতি দেখে
চুক্তি করলো কিছু লোকে।
আমরা সবে ভাই ভাই
বংশ গোত্রে ভেদ নাই।
যে করবে অপরাধ
করবো তার প্রতিবাদ।
চুক্তিটাকে সবাই জানে
হিলফুল ফুজুল নামে।
রসুল তাতে যোগ দেন
তাদের সাথে অংশ নেন।
কারো উপর জুলুম হলে
তারা যায় সেথা চলে
বাধ্য করে জালিমটাকে ফেরে যেনো জুলুম থেকে
আমাদের ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন….
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে এখানে ক্লিক করুন…