ISLAMIC KOBITA – প্রভু তোমাকে পাবো কোথায় – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
ISLAMIC KOBITA প্রভু তোমাকে পাবো কোথায় – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
নিশিতের নিরাবতায়
নিসঙ্গ নির্জনতায়
অন্তরের অন্তরায়
ভাবি শুধু একটি কথাই
তোমাকে পাবো কোথায়?
প্রভু তোমাকে পাবো কোথায়?
জীবনের আঁকা বাকা পথ চলায়
শত সুখ-দুঃখ আর গঞ্জনায়
তোমাকে ভাবি আমি সব সময়
আমি চাই শুধু তোমার পরিচয়।
তোমাকে পাবো কোথায়?
প্রভু তোমাকে পাবো কোথায়?
আধার বেলায় তারার মেলায়
জ্যোৎস্না আলোর চাঁদনী আভায়
মুগ্ধ হয়ে এ দগ্ধ হৃদয়
ভাবে শুধু তোমার কথাই
তোমাকে পাবো কোথায়
প্রভু তোমাকে পাবো কোথায়?
নীল আকাশের শূন্যতায়
হিমালয় পাহাড় চূড়ায়
তরু-লতার পাতায় পাতায়
তোমাকে খুঁজি আমি তোমাকে পাই।
আমি পাই তোমার পরিচয়।
তোমাকে পাবো কোথায়
প্রভু তোমাকে পাবো কোথায়?
পূবালী হাওয়ার শীতলতায়…..
বৃষ্টির ফোটায় ফোটায়
মিষ্টি পানির স্রোতধারায়
আছে তোমার পরিচয়
তোমাকে পাবো কোথায়-
প্রভু তোমাকে পাবো কোথায়?
সপ্ত সমুদ্রের বিশালতায়
তপ্ত মরুভূমির বালু কণায়
পৃথিবীর কোনায় কোনায়…..
তুমি আছো তাই, আছে সবাই
আছে তোমার পরিচয়
তোমাকে পাবো কোথায়
প্রভু তোমাকে পাবো কোথায়?
গাছ-গাছালির শাখায় শাখায়
পাখ-পাখালির সূরের ছোয়ায়
আমি তোমাকে পাই
আমি পাই তোমার পরিচয়।
আমি পাই তোমার পরিচয়।
ISLAMIC KOBITA