নবুয়তের আগে রসুল (সঃ) এর আখলাক চরিত্র – কবিতায় নবীর কথা – শায়েখ আব্দুল্লাহ আল মুনির

নবুয়তের আগে রসুল (সঃ) এর আখলাক চরিত্র – কবিতায় নবীর কথা – শায়েখ আব্দুল্লাহ আল মুনির

কামেল ছিলেন মহান নবী

আচরণে উঁচু খুবই 

নবী হওয়ার আগে থেকে 

সৎ বলেই জানে লোকে 

রবের দয়ায় মনটা তার 

কাচের মতোই পরিষ্কার 

পাপ থেকে থাকে দূরে 

মূর্তিপূজা, মদ ছেড়ে 

মনটা ছিলো মায়ায় ভরা 

দুঃখীর দুঃখে পাগলপারা 

আত্মীয়দের খবর নেন 

মিসকিনকে আহার দেন 

ছোট্ট কালে মনের ভুলে 

পাপের কাজে কভু গেলে 

মহান রবে দয়ায় ঢেকে 

আগলে রাখেন নবীজীকে 

ছাগল রেখে কভু যান

বিয়ে বাড়ি শুনবো গান 

সেই আসরে যেই না গেলো 

গভীর ঘুমে বেহুশ হলো 

ছোট্ট কালে কিশোর নবী 

আলগা হলো সতর যদি

মহান রবে বাধা দিলো 

জ্ঞান হারিয়ে মূর্ছা গেলো 

সেদিন থেকে কভু আর 

খোলেনিকো সতর তার 

এমনি ভাবে আল্লাহ পাকে 

পাপ থেকে বাঁচায় তাকে 

তিনি মোদের মা’সুম` নবী 

নিষ্পাপ তার জীবন ছবি

2 thoughts on “নবুয়তের আগে রসুল (সঃ) এর আখলাক চরিত্র – কবিতায় নবীর কথা – শায়েখ আব্দুল্লাহ আল মুনির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *