BANGLA ISLAMIC KOBITA – বাবা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর

BANGLA ISLAMIC KOBITA – বাবা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর এর কবিতা সমগ্র সহ অন্যান্য গ্রন্থ এবং অডিও লেকচারের জন্য আমাদের সাইটে চোখ রাখুন

আপন মনে যখন ভাবি।

স্বরণে ভাসে তোমার ছবি।

মনের আকাশে কালো মেঘ জমে।

নয়নে আসে অশ্রু নেমে।

দেখি স্মৃতির পাতা খুলে।

ছোট কালে, তোমার কোলে দুলে।

শুনেছি কত ঘুম পাড়ানির গান।

সে কন্ঠ আজও শীতল করে প্রান।

খাওয়ার সময় নিয়েছো সাথে

খাইয়ে দিয়েছো আপন হাতে।

যদি অভিমানের বশে কখনও চাইনি খেতে

ডেকে এনে, ভালবেসে নিজেই খাইয়ে দিতে।

বাড়িতে ফিরতে দেরি হলে মমতার টানে

খুঁজতে গিয়েছো এদিক সেদিক পানে।

সকাল দুপুরে তোমার হাতটি ধরে

ঘুরে ফিরে গিয়েছি বহু দূরে।

তোমার সাথে থেকে, অচেনা ভুবন দেখে

আমি চলতে শিখেছি এ দুনিয়ার বুকে

পালন করেছো পরম যতনে

মানুষ করেছো কঠিন শাসনে।

কখনও শিক্ষক হয়ে শিখিয়েছো নীতি

কখনও আবার হয়েছো খেলার সাথী।

তোমার তৈরী কাগজের নৌকা, ঘুড়ি

সেসব খেলনার কথা আজও মনে করি।

অগোনতি অবদান তোমার যাবে না কভু গোনা

প্রতিদান দেওয়া কারও পক্ষে সম্ভব হবে না।

শুধু একটা মাত্র দোয়া করি আল্লাহর দরবারে

বিচারের ময়দানে যেনো তোমায় ক্ষমা করে।

একটা মাত্র আবদার শুধু বাবা তোমার তরে

আমাকে তুমি দয়া করে দিয়ো ক্ষমা করে

ভুল-ত্রুটি যা করেছি অবুঝ ছেলে

সব ভুলে দোয়া করো মন প্রাণ খুলে।

BANGLA ISLAMIC KOBITA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *