মিনার – ইসলামিক কবিতা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
মিনার – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
কে?
কৈ?
ঐ যে
কাকে ডাকে।
সুমধুর সূরের ছোয়ায়?
পৌঁছে যায় অন্তরের অন্তরায়।
বারেবারে আল্লাহ মহান বলে যায়।
ঐ সূরের মায়ায় আমি নিজেকে হারায়।
নিজের কানে, এ জীবনে ও ডাক কখনও শুনিনি ভাই
জানো কি কেউ, ওটা কোথা থেকে আসে, কিবা চায়?
আমি কার কাছে যাই আর কাকে শুধাই?
আমার প্রশ্ন শুনে মনে মনে হেসে
একজনে বলে কাছে এসে
কি প্রশ্ন তুমি দিলে?
এটাও জানোনা এই বয়স কালে?
সম্মতি পেলে সে অবাক হয়ে বলে
কি বলো তুমি ভাই?
এতা মুর্খের পরিচয়
এই কথার কি মানে
তা কেবা নাহি জানে
ওটা আজানের ধনী
আল্লাহ পাকের বাণী
ঐ মিনার চুড়া থেকে
সব মানুষকে ডাকে।
এসো নামাজের দিকে
নামাজ পড়তে হলে,
মসজিদে যাও চলে।
এই মসজিদ কোথা?
আমি যাবোই সেথা।
ঐ যে দূর আকাশে,
যেথায় মিনার হাসে।
সেই জায়গায় যেয়ে,
নামাজ পড়ো গিয়ে।
এ মিনার আবার কি?
সেটাও চিনতে বাকী?
অপরাধ নিয়োনা ভায়া অবুঝ মানুষ।
অতীত সময়ে পুরা ছিলাম বেহুশ।
তবে এ ডাক শুনে,
সংকল্প আছে মনে
তওবা করবো আজ
আর পড়বো নামাজ।
সে তো ভাল কথা।
এখনই যাও সেথা।
দেখো কবিতার ছকে
মিনার দিয়েছি একে
এই ছবি দেখে দেখে
চিনতে পারবে তাকে।