মাহে রমজান – ইসলামিক কবিতা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
মাহে রমজান – ইসলামিক কবিতা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
এলো মাহে রমজান
গাহি তার জয়গান
মহান রবের দান
শান তার সুমহান।
সওম পালন করি
তারাবী সলাত পড়ি
বারে বারে দেখি ঘড়ি
তাড়াতাড়ি বাড়ি ফিরি;
সামনে সাহরী আছে
ফজর সলাত কাছে।
সারা দিন কাজ করি
সন্ধ্যায় ইফতারী।
সবাই ব্যস্ত কত!
সওম পালনে রত।
কষ্ট হোক না যত!
রোজা রাখে অবিরত।
আরও কত শত শত
ইবাদতে অনুগত।
মোনাজাতে প্রতি ক্ষণে।
দোয়া করে কায়মনে।
যেই জন রমজানে
প্রভুর বিধান মেনে
না খেয়ে সারা দিনে।
রোজা রাখে খুশি মনে।
প্রতিদানে পাবে সে সুউচ্চ সম্মান।
প্রবেশ করবে সে বাবে রয়্যান
তাই মোরা রমজানে
প্রতিটি সময় ক্ষণে
আমল করতে থাকি
প্রতিদিন রোজা রাখি।
শেষের দশদিনে
কদরের সন্ধানে।
মসজিদে এক মনে।
এতেকাফে থাকি ধ্যানে।
দিনগুলো গুনে রাখি
উনত্রিশে চাঁদ দেখি।
রমজান মাস শেষে
ঈদুল ফিতর আসে।
ভালবেসে কাছে ডেকে
সবাইকে নিই বুকে।
মিলে মিশে একসাথে
থাকি মোরা সুখে দুঃখে।