বাহীরা পাদ্রীর ঘটনা – শায়েখ আব্দুল্লাহ আল মুনির

বাহীরা পাদ্রীর ঘটনা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর রচিত কবিতায় নবীর কথা গ্রন্থের খন্ড অংশ

এরপর এক মাসে

চাচা যাবে শাম দেশে।

প্রস্তুতি সব যখন শেষ

বিদায় নেওয়ার পরিবেশ।

দেখেন তার চোখটি মেলে

ছোট ভাইয়ের এতীম ছেলে।
মনটা কাঁদে মায়ার ভারে

যায় কিভাবে তাকে ছেড়ে।

আপন মনে বলে ডেকে

নিয়ে যাবো সাথে তাকে।

বয়স তখন বারো তার

সাথী হলেন কাফেলার।

যখন তারা বসরায় আসে

গাছের নিচে একটু বসে।

পাশের একটা গীর্জা থেকে

বাহীরা নামের পাদ্রী দেখে,

সুদর্শন এক যুবক বসে

ছায়া দিচ্ছে মেঘ ভেসে।

মাথার উপর ছায়া দিয়ে

গাছের ডাল আছে নুয়ে

বাহীরা ঠিকই বোঝেন সবই

ইনিই হলেন শেষ নবী।

এসব তার পরিচয়

ইনজিলে লেখা পায়।

সব কিছু বুঝে শুনে

আবু তালিবকে ডেকে এনে।

বলল সব ঘটনা।

শেষ নবীর বর্ণনা।

সব শেষে বলল তাকে

দেশে পাঠাও ছেলেটাকে।

ইহুদীরা যদি জানে?

আঘাত হানে তার প্রাণে?

আবু তালিব সেই কথায়

ভাতিজাকে ফেরত পাঠায়।

আমাদের ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন….

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন….

বাহীরা পাদ্রীর ঘটনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *