পূর্ববর্তী ওলামায়ে কিরামের মতামত মেনে চলার অর্থ – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
পূর্ববর্তী ওলামায়ে কিরামের মতামত মেনে চলার অর্থ – সালফে সালিহীন বা পূর্ববর্তী ওলামায়ে কিরামের মতামত মেনে চলার অর্থ কি? – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
সালফে সালেহীন (الصالحین السلف ) অর্থ পূর্ববর্তী নেককার ওলামায়ে কিরাম। রসুলুল্লাহ সাঃ এর সাহাবা ও তাদের পরবর্তী কয়েকযুগের ওলামায়ে কিরামকে সালফে সালেহীন বলা হয়। কোরআন-হাদীস সঠিকভাবে বোঝা ও মেনে চলার জন্য সালফে সালেহীনদের মতামতের অনুসরণ করা কতটা জরুরী সে বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। এমন কিছু লোকও আছে যারা বলে আমরা সালফে সালেহীনদের অনুসরণ করি। এমনকি তাদের কেউ কেউ নিজেদের সালাফী নামে পরিচয় দেয়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় এরা ইজমা অস্বীকার করে, পূর্ববর্তী ওলামায়ে কিরামের বিরাট অংশের নিকট প্রচলিত ও প্রশিদ্ধ মতকে পরিত্যাগ করে বিরল মতের উপর আমল করে বা এমনসব নতুন মত আবিষ্কার করে ইসলামের ইতিহাসে যার কোনো নজীর নেই। এরা এমন সব কাজকে বিদয়াত ও গোমরাহী বলে প্রচার করে আমাদের পূর্ববর্তী ওলামায়ে কিরাম যা উত্তম মনে করতেন বা কমপক্ষে দোষের মনে করতেন না। এতো কিছুর পরও তারা সালাফদের অনুসরণের দাবী করে এবং নিজেদের সালাফী বলে পরিচয় দেয়। এদের দিমুখী কর্মনীতির কারণে বর্তমানে সালাফে সালেহীনদের অনুসরণ বলতে আমরা কি বুঝবো সেটা জেনে নেওয়া অত্যন্ত জরুরী বিষয় হয়ে দাড়িয়েছে। নিম্নোক্ত পাঁচটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনার মাধ্যমে পূর্ববর্তী ওলামায়ে কিরামের অনুসরণ বলতে কি বোঝায় তার প্রকৃত রুপরেখা প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
(১) ইজমাকে অকাট্য দলীল হিসাবে মেনে নেওয়া
(৩) ইখতিলাফী মাসয়ালাতে সহনশীল হওয়া