(কিয়ামতের) প্রধান বা মুখ্য লক্ষণগুলো দেখা দিবে কেয়ামতের খুব নিকটবর্তী সময়ে। তাদের মধ্যে একটা মাত্র আলামত যেই না ঘটবে, ওমনি বাকিগুলিও এরপর দ্রুততার সাথে ঘটতে থাকবে। গৌণ নিদর্শনগুলো প্রকাশ পেতে কোন কোনটার একশ বছর লেগে যায়, যুগের পর যুগ ধরে এগুলো চলতে থাকে। কিন্তু মুখ্য বা প্রধান লক্ষণগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সা (আহমাদে বর্ণিত) হাদীসে বলেনঃ
কিয়ামতেরপ্রধান আলামতগুলো যেন একটা সুতোয় বাঁধা কতগুলো পুঁতির মত, যখন সুতো কাটা হবে, সবগুলোই পড়ে যাবে”। অর্থাৎ কিয়ামতের প্রধান নির্দেশকগুলো একে অপরের খুব কাছাকাছি অবস্থিত। এগুলো একটার পর একটা হতে থাকবে। ঠিক যেন সুতো কাটলে সবগুলো পুঁতি পড়ে যাবার মত ঘটনা।