রাসুলুল্লাহ সা. মুসলিম শরীফে বর্ণিত হাদীসে বলেন, ‘এমন এক সময় আসবে, যখন একজন হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে, এবং নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে’। অর্থ্যাৎ, একজন লোক বাইরে বের হয়ে গিয়ে হত্যা করবে এটা না জেনে যে কেন সে হত্যা করছে, এবং যে নিহত হবে সেও জানবে না কেন তাকে জীবন দিতে হচ্ছে। রাসুলুল্লাহ সা. কে জিজ্ঞেস করা হলো, এটা কিভাবে সম্ভব? রাসুলুল্লাহ সা. বললেন, সেটা হবে হারাজের সময়,খুনোখুনির সময়। সেটা হবে হত্যাযজ্ঞের সময়, এবং রাসুলুল্লাহ সা. বললেন, যে হত্যা করবে এবং যে নিহত হবে, উভয়েই জাহান্নামি হবে। কেন? কারণ সবাই সবাইকে হত্যা করতে চাইবে। যদিও নিহত ব্যক্তি নিজের জীবন দিবে, কিন্তু তার নিয়্যত থাকবে অন্যকে হত্যা করার।
সেটা এমন ফিতনার সময় হবে যে, তখন সব বিষয় অস্পষ্ট থাকবে, মানুষ মানুষের রুহকে হালকা ভাবে গ্রহণ করবে এবং যাচ্ছেতাই ভাবে রক্তপাত ছড়াবে। তখন মানুষের পক্ষে পৃথিবীতে বাস করা অত্যন্ত প্রতিকূল পরিবেশ হবে।