পরকালের পথে যাত্রা পর্ব- ০৪ । কিয়ামতের ছোট লক্ষণ ০১-০৭। bd islamic site
আনাস ইবনু মালিক রা. বলেছেন, রাসূলুল্লাহ সা. যখন মদীনায় এসেছিলেন পুরো মদীনা যেন আলোয় ভরে গিয়েছিল, যখনই তিনি চলে গেলেন মদীনা যেন আঁধার হয়ে এল। যখন রাসূলুল্লাহকে সা. আমরা দাফন করলাম, তাঁর কবরের মাটি হাতে লেগে থাকতেই হৃদয়ে যেন কী একটা পরিবর্তন অনুভব করলাম। খেয়াল করুন তিনি বলছেন, আমরা হৃদয়ে কী যেন একটা পরিবর্তন অনুভব করলাম তার মানে রাসূলুল্লাহর সা. শুধু উপস্থিতিই তাঁদের কাছে ছিল কিছু একটা। এবং রাসূলুল্লাহ সা. মারা যাওয়ার সাথে সাথে তাঁরা অনুভব করলেন মদীনায় কি যেন নেই। সাহাবী আনাস ইবন মালিক রা. বলে চলেছেন, আমরা আমাদের নিজেদের মনকেই যেন চিনতে পারছিলাম না, এ যেন অন্য হৃদয়। কারণ রাসূলুল্লাহ সা. আশেপাশে থাকলেই মনে একটা প্রশান্তি পাওয়া যেত। এমনকি তিনি যদি তাঁদের চোখের সামনে নাও থাকতেন- তিনি হয়ত আছেন তাঁর বাসায়- তবু তাঁরা শুধু তাঁর উপস্থিতির কারণেই কিছু একটা অনুভব করতেন; যখনই তিনি চলে গেলেন তখনই তাঁদের মনে হল কী যেন হারিয়ে গেছে।