নবুয়তের পূর্বের চল্লিশ বছর – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর – ইসলামিক কবিতা
নবুয়তের পূর্বের চল্লিশ বছর – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর – ইসলামিক কবিতা – কবিতায় নবীর কথা গ্রন্থের অধ্যায় গুলো আলাদা আলাদা করে দেয়া হয়েছে। প্রবন্ধটি পড়ুন এবং শেয়ার করুন।
নবুয়তের পূর্বের চল্লিশ বছর
পহেলী যুগের জাহেলী আরব
জুলুম সেথায় সদাই সরব।
জ্ঞানের আলো গিয়েছে নিভে
পাপের পাকে সকলে ডুবে
ধর্ম তাদের শেরেক কুফর
দেবতা মানে কাঠ ও পাথর।
লাত, মানাত, উজ্জা, হোবল
এসব তাদের দেবতা সকল।
আল্লাহর ঘর কাবায় যত
মূর্তি রাখে শত শত।
এক আল্লাহই নেইকো ঈমান
মানে নাকো পুনরুত্থান।
সকল পাপের সাজা হবে
এমন কথা নাহি ভাবে।
তাইতো সবে লিপ্ত থাকে
কঠিন কঠিন পাপের ছকে।
খুন খারাবী হত্যা হনন
অকারণ হয় যখন তখন।
অন্যায় যা সদাই ঘটে।
আইন কানুন নেইকো মোটে
ব্যায়ের ভয়ে নিজের মেয়ে
দাফন করে মাটির গাঁয়ে।
নবুয়তের পূর্বের চল্লিশ বছর