নবীজির কর্মজীবন – শায়েখ আব্দুল্লাহ আল মুনির – কবিতায় নবীর কথা গ্রন্থের খন্ড অংশ
নবীজির কর্মজীবন শায়েখ আব্দুল্লাহ আল মুনির এর কবিতায় নবীর কথা গ্রন্থের খন্ড অংশ
নবী তার যৌবনে
জীবীকার সন্ধানে।
ছাগল চরিয়ে মাঠে।
দু এক কিরাত জোটে।
তারপর ছিল তার
ব্যাবসায়ী কারবার।
আখলাকে সব থেকে
উত্তম জানে লোকে।
সৎ কাজ সততায়
চারিদেকে নাম হয়।
মক্কার সবে তাকে।
আল আমীন বলে ডাকে।
মানে হলো বিশ্বাসী
আমানত যার বেশি।
মা খাদেজা বিধবা নারী
অনেক ছিল অর্থ কড়ি।
ব্যাবসার ছিল তার
বড় বড় কারবার।
ন্যায়বান লোক খুঁজে
নিয়োগ দিতেন কাজে।
রসুলের কথা শুনে
খুশি হন মনে মনে।
ডেকে এনে তিনি তার
ব্যাবসার দেন ভার।
সাথে দেন নিজ গোলাম
মায়সারা তার নাম।
ব্যবসার প্রয়োজনে
শামে গেলো দুই জনে।
শাম দেশে বেঁচে কিনে
লাভ হলো দ্বিগুনে।
ফিরে এসে অবশেষে
সব কথা বলল সে।
রসুলের পাশে থেকে
কি সব ঘটনা দেখে।
দুই জন ফেরেস্তায়
ছায়া দেয় রাস্তায়।
যখন দু-জনে এসে
গাছের নিজে বসে।
একজন পাদ্রী দেখে
এসে বলে ইনি কে?
পরিচয় সব শুনে
বললেন খুশি মনে।
এই জন নিশ্চয়
নবী ছাড়া কিছু নয়।
আমাদের ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন…..
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন…..
নবীজির কর্মজীবন শায়েখ আব্দুল্লাহ আল মুনির এর কবিতায় নবীর কথা গ্রন্থের খন্ড অংশ
নবী তার যৌবনে
জীবীকার সন্ধানে।
ছাগল চরিয়ে মাঠে।
দু এক কিরাত জোটে।
তারপর ছিল তার
ব্যাবসায়ী কারবার।
আখলাকে সব থেকে
উত্তম জানে লোকে।
সৎ কাজ সততায়
চারিদেকে নাম হয়।
মক্কার সবে তাকে।
আল আমীন বলে ডাকে।
মানে হলো বিশ্বাসী
আমানত যার বেশি।
মা খাদেজা বিধবা নারী
অনেক ছিল অর্থ কড়ি।
ব্যাবসার ছিল তার
বড় বড় কারবার।
ন্যায়বান লোক খুঁজে
নিয়োগ দিতেন কাজে।
রসুলের কথা শুনে
খুশি হন মনে মনে।
ডেকে এনে তিনি তার
ব্যাবসার দেন ভার।
সাথে দেন নিজ গোলাম
মায়সারা তার নাম।
ব্যবসার প্রয়োজনে
শামে গেলো দুই জনে।
শাম দেশে বেঁচে কিনে
লাভ হলো দ্বিগুনে।
ফিরে এসে অবশেষে
সব কথা বলল সে।
রসুলের পাশে থেকে
কি সব ঘটনা দেখে।
দুই জন ফেরেস্তায়
ছায়া দেয় রাস্তায়।
যখন দু-জনে এসে
গাছের নিজে বসে।
একজন পাদ্রী দেখে
এসে বলে ইনি কে?
পরিচয় সব শুনে
বললেন খুশি মনে।
এই জন নিশ্চয়
নবী ছাড়া কিছু নয়।
নবীজির কর্মজীবন