ছোটদের ছড়ার বই – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর – ইসলামিক কবিতা

ছোটদের ছড়ার বই

শায়েখ আব্দুল্লাহ আল মুনীর

কুরআন

রবের কুরআন

মোদের প্রাণ

ছোট বড় ছেলে মেয়ে

কায়দা বই হাতে নিয়ে

কুরআন পড়া শিখবো

সকাল বিকাল পড়বো

কুরআন পড়লে আল্লাহ খুশি

নেকি হবে বেশি বেশি

সলাত

সলাত মানে নামাজ

সলাত পড়া ভাল কাজ

দিনে রাতে পাঁচ বার

সলাত পড়া দরকার

সলাত পড়লে সওয়াব হবে

জান্নাতে যাওয়া যাবে

সলাত পড়তে ওজু লাগে

ওজু করো আগে আগে

আবু জেহেল

আবু জেহেল কাফির ছিল

রসুলকে গালি দিল

রসুলের চাচা হামযা এসে

আবু জেহেলকে মারলো কষে

আবু জেহেল চেচিয়ে বলে

কেনো তোমার ভাইয়ের ছেলে

পূজা করা খারাপ বলে?

হামজা তখন রেগে যান

কালেমা পড়ে মুসলিম হন

রহমান

পৃথিবীতে যা দেখি

গাছ মাছ পশু পাখি

সব কিছু রবের দান

তিনি হলেন রহমান

রহমান মানে দয়াময়

তার দয়ার শেষ নাই।

ঈমান

ঈমান মানে বিশ্বাস

ঈমান ছাড়া সর্বনাশ

আল্লাহকে এক জানো

মুহাম্মাদকে রসুল মানো

কুরআন হলো রবের বাণী

ফেরেশতারা আজব প্রাণী

ভাল-মন্দ ভাগ্য লিখন

মৃত্যুর পর নতুন জীবন

সব কিছুতে ঈমান আনো

জান্নাত পাবে জেনো।

সওম

সওম মানে রোজা

রোজা রাখা খুব মজা

রাতের বেলা খাবার খাও

সারা দিন উপোস যাও

পরে যখন সন্ধা হবে

মজার খাবার খাওয়া যাবে

রমজানের রোজা এলে

রোজা রাখো সবাই মিলে

রোজার শেষে ঈদ আসে

খুশির বানে বিশ্ব ভাসে

ঈদ

ঈদের দিন কি মজা

সেমাই চিনি লুচি ভাজা

কত রকম মজার খাবার

এক নিমিশে করবো সাবার

তার পরে খেলা-ধূলা

কেটে যাবে সারা বেলা

ঈদুল আজহা, ঈদুল ফিতর

দুই ঈদে সারা বছর

ইসলাম

আমরা সবাই মুসলমান

রবের প্রতি মোদের ঈমান

সব কিছুতে তারই নাম

ধর্ম মোদের ইসলাম

জান্নাত

জান্নাত মানে বাগান

শান্তি সুখের স্থান

আম জাম আপেল লিচু

আরও আছে কত কিছু

মজার মজার খাবার খাও

ঘোড়ায় চড়ে উড়ে যাও

ভাল আমল করবে যারা

জান্নাতে যাবে তারা

জাহান্নাম

যেখানে নেই আরাম-বিরাম

তার নাম জাহান্নাম

সেখানে আছে আগুনের তাপ

ভয়ংকর বিষাক্ত সাপ

পাপী তাপি কাফির যারা

জাহান্নামী হবে তারা

ছোটদের ছড়ার বই ছোটদের ছড়ার বই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *