দুই হারামের আবেদ – ইসলামিক কবিতা -bd islamic site

দুই-হারামের-আবেদ
(আব্দুল্লাহ ইবনে মোবারোকের কবিতার অনুবাদ)

يَا عابدَ الْحَرَمَيْنِ لَوْ أبْصَرْتَنا … لَعَلمْتَ أنكَ فِي العبادِة تلعبُ …
مَنْ كَانَ يَخْضِبُ خدَّه بدموعِه … فَنُحورنا بِدِمَائِنَا تَتَخضَّب …
أَوْ كَانَ يُتْعِبُ خَيْلَه فِي باطلٍ … فخُيولنا يومَ الصبِيحة تَتْعبُ …
ريحُ العبيرِ لَكُمْ ونحنُ عبيرُنا … وَهجُ السنابِك والغبارُ الأطيبُ …
ولَقَد أَتَانَا مِنْ مَقَالِ نَبِيِّنَا … قَوْلٌ صَحيح صَادِقٌ لَا يَكْذبُ …
لَا يَسْتَوِي وَغُبَارَ خَيْلِ اللَّهِ فِي … أَنْفِ امْرِئٍ ودخانَ نَارٍ تَلْهَبُ …
هَذَا كِتَابُ اللَّهِ يَنْطق بَيْنَنَا … لَيْسَ الشهيدُ بمَيِّت لَا يَكْذبُ …
………………
তুমি দুই হারামের আঙিনায় বসে করছো বন্দেগী
কা’বার পাশে নামায রোজায় কাটছে জিন্দেগী
ভাবছো মনে এ জীবনে ধন্য তুমি বটে
এ ভুবনে এমন ভাগ্য আর কি কারো জোটে
দেখতে যদি মোদের আমল জিহাদের ময়দানে
জানতে ঠিকই তোমার আমল তুচ্ছ বহু গুনে
তুমি দুহাত তুলে অশ্রু জলে ভেজাও দুটি গাল
মোরা আঘাত পেয়ে রক্ত ঢেলে শরীর করি লাল
তোমার ঘোড়া বেকার ঘুরে ক্লান্ত হয় বৃথা
মোদের ঘোড়া জিহাদ ছাড়া যায় না কভু কোথা।
তুমি আগরবাতির সুগন্ধিতে মনটা রাখো তাজা
মনের মতো পরিবেশে করো নামাজ রোজা।
অতো সোজা নয়কো মোটেও জিহাদের ময়দান।
শত্রু মাঝে ঘোড়া মোদের সদা ধাবমান।
ঘোড়ার ক্ষুরে আসে উড়ে ধুলিকণার ঝড়
পবিত্র সেই ধুলার গন্ধে সুগন্ধি আমার।
শোনো রসুল বলেন, যিনি হলেন সত্যবাদী অতি
তার কথা মিথ্যা হওয়ার নেইকো কোনো ভীতি
মুজাহিদের পায়ের ধূলো জাহান্নামের ধোয়ায়
মিলবে নাকো কভু জেনো হাদীসেতে পায়।
এসো কুরআনের বাণী বিচারক মানি তোমার আমার মাঝে
সত্য কাহিনী, শহীদ মরেনি, রিযিক পায় সে সকাল সাঝে।

দুই হারামের আবেদ সহ অন্যান্য কতার জন্য এখানে ক্লিক করুন

কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
আমি তো পাগল হয়ে সে মধুর তানে,
কি যে এক আকর্ষণে, ছুটে যাই মুগ্ধমনে
কি নিশীথে, কি দিবসে মসজিদের পানে।
হৃদয়ের তারে তারে, প্রাণের শোণিত-ধারে,
কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে-
কত সুধা আছে সেই মধুর আযানে।
নদী ও পাখির গানে তারই প্রতিধ্বনি।
ভ্রমরের গুণ-গানে সেই সুর আসে কানে
কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী।
ভূধরে, সাগরে জলে নির্ঝরণী কলকলে,
আমি যেন শুনি সেই আযানের ধ্বনি।

কবিতাটিরর বাকি অংশের জন্য এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *