কোরআন হাদীস সঠিকভাবে বুঝতে হলে যেসব যোগ্যতা অর্জন করা পূর্বশর্ত
কোরআন হাদীস বুঝার যোগ্যতা বা কোরআন হাদীস সঠিকভাবে বুঝতে হলে যেসব যোগ্যতা অর্জন করা পূর্বশর্ত শায়েখ আব্দুল্লাহ আল মুনীর এর মাজহাব বনাম আহলে হাদিস গ্রন্থ হতে হুবহু নেয়া হয়েছে।
আশাকরি উপরক্ত আলোচনা হতে পাঠক সহজেই বুঝতে পারবেন যে কোরআন-হাদীসের সঠিক মর্মার্থ অনুধাবন করা সবার পক্ষে সম্ভব নয়। বরং বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের পক্ষেই কোরআনের কোনো আয়াত বা রসুলুল্লাহ সাঃ এর কোনো হাদীসের সঠিক অর্থ অনুধাবন করা সম্ভব। আমরা এখন সেসব যোগ্যতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ।
১। কোরআন নাযিল হওয়ার সময়কার আরবী ভাষার উপর দক্ষতা
২। কোরআন – হাদীসের উপর ব্যাপক পড়াশুনা
৪। প্রখর মস্তিষ্ক ও নিরপেক্ষ বিচার বুদ্ধি
কোরআন হাদীস বুঝার যোগ্যতা