কোরআন নাযিল হওয়ার সময়কার আরবী ভাষার উপর দক্ষতা – কোরআন হাদীস সঠিকভাবে বুঝতে হলে যেসব যোগ্যতা অর্জন করা পূর্বশর্ত

কোরআন নাযিল হওয়ার সময়কার আরবী ভাষার উপর দক্ষতা – কোরআন হাদীস সঠিকভাবে বুঝতে হলে যেসব যোগ্যতা অর্জন করা পূর্বশর্ত – আব্দুল্লাহ আল মুনীর

আমরা পূর্বে দেখেছি যে সাহাবায়ে কিরাম রাঃ এবং তৎপরবর্তী উলামায়ে দ্বীন কোরআনের ভাষা বোঝার জন্য জাহেলী যুগের কবিদের কবিতার আশ্রয় নিয়েছেন। প্রতিটি তাফসীর গ্রন্থে কোরানের শব্দসমূহের ব্যাখ্যায় বিভিন্ন কবিদের কবিতা উল্লেখ করা হয়েছে। উমর রাঃ বলেছেন, ওহে মানব সকল তোমাদের উচিৎ জাহেলী যুগের কবিতাসমূহ মুখস্ত করা কেননা তাতে তোমাদের কিতাবের তাফসীর এবং তোমাদের ভাষার অর্থ লুকিয়ে রয়েছে। (তাফসীরুল কুরতুবী) কোরআনের জ্ঞানের একটি ব্যাপক অংশ আরবী ব্যাকরণ ও বাচনভঙ্গির উপর নির্ভর করে। সেসব সম্পর্কে অজ্ঞ থেকে যারা কেবল অনুবাদের উপর নির্ভর করে বা ভাষাভাষা আরবী জ্ঞানের মাধ্যমে কোরআন-হাদীস হতে ফতওয়া বের করার চেষ্টা করে তারাই সবার আগে পথভ্রষ্ট হবে এতে আশ্চর্যের কিছু নেই।

কোরআন নাযিল হওয়ার সময়কার আরবী ভাষার উপর দক্ষতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *