কে আমি – ইসলামীক কবিতা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
কে আমি ইসলামিক কবিতা
যখন আমি শূ্ন্য ছিলাম
শুধু রবের জ্ঞানে গণ্য ছিলাম।
কেউ ছিল না আমার আপন
ছিল না কোনো বন্ধু স্বজন
না বাবা-মা, না ভাই বোন।
প্রিয়তমা বা প্রিয় কোনো জন।
আমার তরে দুঃখ করে
করেনি তো কেউ হায় সেই প্রহরে
শুধু একজন, অতি আপন।
এই বিশ্ব ভুবন যিনি করেন সৃজন।
মহান জ্ঞানী তিনি অসীম জ্ঞানে
আমি ছিলাম তার ভাগ্যের লিখনে।
কে আমার বাবা-মা জন্ম কোন সনে।
কি আমার ঠিকানা বসবাস কোন খানে।
সব কিছু লেখা ছিল অখন্ড অভিধানে।
সে বিধান মেনে মেনে এসেছি এ জীবনে।
জন্মেছি যেই ক্ষণে মানুষের গঠনে
ঠাঁই দিয়েছে মনে বাবা-মা ভাই বোনে।
পিয়তমা প্রিয়জন সব কিছু পেয়েছি
শুধু সেই একজন তাকে আজ ভুলেছি।
কে আমি ইসলামিক কবিতা