মানুষের পরিচয় – SHAIKH ABDULLAH AL MUNIR – BANGAL ISLAMIC KOBITA

মানুষের পরিচয় – শায়েখ আব্দুল্লাহ আল মুনীল

বাবা বলে, মানুষ হও

খোকা বলে, তুমি কি মানুষ নও?

বাবা অবাক হয়ে চায়

এ কি কথা বাপু? এ তো ভীষণ অন্যায়

মা বকেন, বেআদব ছেলে,

এতটুকু বয়সেই গেছো রসাতলে।

সেদিন ভেবেছে খোকা ঘুমহীন রাতে।

পড়াশুনা করে নি বসেনিকো খেতে।

মানুষে জন্ম তার লোকালয়ে বাসা

তবু কেনো অমানুষ হবে এ কেমন ভাষা?

দাদু এসে চুপিচুপি বসে বিছানায়।

অপরাধ করোনি তুমি করোনি অন্যায়।

সত্য যদি জানতে চাও মন দিয়ে শোনো।

জন্মে মানুষ নয় কর্মে হয় যেনো।

যে বলে মানুষ সত্য তাহার উপরে নাই।

তাকে বলি, মানুষ কে? কি তার পরিচয়?

যদি সদা বংশগুনে হয় মানবতা

তবে সাধু আর অসৎ জনে কি অসমতা

আর যদি কর্ম মানো তবে নিশ্চিত যেনো ধর্ম তারে কয়।

বিশ্বাস হয় মানুষের মাঝে বিভেদ নির্ণয়।

সঠিক যার কর্ম হয় সঠিক বিশ্বাসে

সার্থক জনম তার শেষ নিঃশ্বাসে

অন্তর তার, দুঃখির দুঃখে করে হাহাকার।

সেসব সে জন, দিয়ে দেহ মন, সমগ্র মানবতার।

বিশ্বাস যার বাতিল অসার, আল্লাহকে ডরে না মোটে।

মধুর যতই ছড়াক বুলি কর্মে নাহি তা খাটে।

দুহাতে তার বারবার ঘটে মানুষের গঞ্জনা।

মানুষ যদি সে অনমানুষ কে? কোথাও পাবে না।

তাই সত্য ধর্ম সবার উপরে সবার পরিচয়।

ইসলাম সে, অমানুষ সবে, মুসলিম শুধু নয়।

মানুষের পরিচয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *