কালো পাথর স্থাপন – কবিতায় নবীর কথা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
কালো পাথর স্থাপন – কবিতায় নবীর কথা – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
পঁয়ত্রিশে বয়স যখন
কা’বার হলো সংস্করণ
কালো পাথর তোলার সময়
সবাই তারা বিবাদ বাঁধায়
এই সম্মান কেই বা পাবে
যোগ্য আমি সবাই ভাবে
কেউবা বলে প্রথম যারে
ঢুকতে দেখো কা’বার দ্বারে
বিচার করুক সেই লোক
তার বিচারই মানা হোক
তখন আসেন মহান নবী
কায়েম করেন ন্যায়ের ছবি
মাটির উপর চাদর পেড়ে
পাথর রাখেন তার উপরে
চাদর ধরে সবাই মিলে
পাথর দিলো সেথায় তুলে
ঝগড়া-বিবাদ বন্ধ করে
সবায় খুশি এই বিচারে