ওহী নাযিলের পটভূমি – কবিতায় নবীর কথা – শায়েখ আব্দুল্লাহ আল মুনির
ওহী নাযিলের পটভূমি
নবী হওয়ার কিছু আগে
গায়বী প্রভাব পিছু লাগে
মক্কাদেশের একটি পাথর
সালাম দিতো নবীর উপর
কেবা ডাকে আড়াল থেকে
দেয় না দেখা নবীর চোখে
ঘুমে যেটা-ই স্বপ্ন দেখে
সত্য হতো দিবালোকে
ভয় পেলেন রসুল মনে
পাগল বুঝি যাবোই বনে
এমন করে রবে তারে
তৈরী করেন ওহীর তরে