অহেতুক ঋনের বোঝা
সহজ কিস্তিতে ফোন, ল্যাপ্টপ, ফ্রিজ, বাইক… আধুনিক যুগে কি নেই যা EMI বা সহজ কিস্তিতে কেনা যায় না। কিন্তু এই কিস্তিগুলো আসলে কতটুকু “সহজ”? আগের দিনে, সাধারণত মানুষ ঋন নিত যখন তার জীবনযাত্রা কঠিন হয়ে পড়ত – যখন তার ধার করা ছাড়া আর কোন উপায় থাকত না। অথচ ভোগবাদিতার এই যুগে, আমরা স্বেচ্ছায়, সখ মেটানোর জন্য নিজের কাঁধে ঋনের বোঝা নিয়ে নেই। কত সংসার আছে যার শুরুটাই হয় একটি বিরাট ঋনের বোঝা নিয়ে, সেই সাথে সুদের কালো বিষ তো রয়েছেই। ইসলামে সুদ-ভিত্তিক লেনদেন তো অবশ্যই হারাম, কিন্তু সুদ-মুক্ত ঋন নেয়ার ব্যাপারেও সতর্কতা অবলম্বনের শিক্ষা দেয়া হয়। দেখে নেই অহেতুক ঋণ নেয়া থেকে আমরা নিজেদের কীভাবে সুরক্ষিত রাখতে পারি।