অমানবিক মানবতা – ইসলামিক বই #শায়েখ আব্দুল্লাহ আল-মুনীর#

অমানবিক মানবতা – ইসলামিক বই – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর

অমানবিক মানবতা – এই প্রথম সোহেলের মনে হলো তার দাদু আসলে ঠিক কথাই বলেন| ধান থাকলেই যেমন খৈ ভাজা যায় না তেমনই গাদা গাদা বই থাকলেই জ্ঞান অর্জন করা যায় না| এতদিন গবেষণা করে লোকটা যে সমস্যার পাহাড় গড়ে তুলেছিলো তাতে তার কোনো লাভ হয় নি| অন্য লোকের সমস্যারও কোনো সমাধান হয়নি| উল্টো সমস্যার সমুদ্রে পড়ে হাবুডুবু খেয়ে প্রাণটাই তার বের হওয়ার উপক্রম হয়েছিল| দাদুই তাকে সে সমুদ্র থেকে উদ্ধার করলেন|

— ব্রাভো দাদু, ব্রাভো|

মনে মনে বলে উঠলো সোহেল| তারপরই বন্ধুর কাছে বিদায় নিয়ে দাদু ফিরে চললেন সোহেলকে নিয়ে| ফেরার পথে আবারো সেই পুলটি নজরে পড়লো সোহেলের| রাত হয়ে গেছে| এখন আর সেখানে কেউ লাফালাফি করছে না| তবু সোহেলের অন্তরটা আনচান করে ওঠে| আগের সেই স্মৃতিটাই মস্তিষ্কের পর্দায় ভেসে ওঠে| যেনো স্বর্গীয় একটা দৃশ্য| বায়ের দিকে তাকিয়েই সোহেল দেখতে পায় আরও একটা মায়াবী দৃশ্য| বিস্তৃীর্ণ ধান ক্ষেতের কিনারা ঘেষে দাড়িয়ে থাকা সারিসারি গাছের মাথার উপর একথালা পূর্ণিমা চাঁদ| সে সৌন্দর্যে আভিভূত হয়ে যায় সোহেল| মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় বিগলিত হয় তার মনটা| নিজের অজান্তেই সে বলে ওঠে,

— সত্যিই খুব সুন্দর একটা পৃথিবী গড়েছো তুমি| তোমার প্রশংসা|

পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা ডাউনলোড বাটনে ক্লিক করুন

অমানবিক মানবতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *