পরকালের পথে যাত্রা পর্ব -২২ | জান্নাতের বাসিন্দা। অডিও সিরিজ ডাউনলোড করুন
আপনি যদি দুনিয়ার তুলনায় আখিরাতের গুরুত্ব সম্পর্কে জানতে চান , তাহলে একটি সহজ গাণিতিক সমীকরণ ব্যবহার করতে পারেন। কার গুরত্ব বেশি , কার অনুপাত বেশি সেটা জানার জন্যে।
আমরা এই দুনিয়ায় কত বছর বাঁচব- ৬০, ৭০ কিংবা ধরে নেই ১০০ বছর ? এদিকে আখিরাতের জীবন তো অসীম। যার শেষ নেই। এখন, আসুন উভয়ের মধ্যে তুলনা করা যাক। আপনি যদি ১০০ কে অসীম দিয়ে ভাগ দেন তাহলে কি পাবেন? শুণ্য। সুতরাং যখন আখিরাতের সাথে দুনিয়ার তুলনা করা হয়, দুনিয়ার গুরুত্বও শূন্য।
কাজেই আখিরাতের তুলনায় দুনিয়ার গুরুত্ব শূণ্য।
সাহাবারা রা. এই বিষয়টি কোনো অঙ্ক না কষেই বুঝতেন। তাঁরা দারস দিতেন আখিরাত নিয়ে,কথা বলতেন আখিরাহ নিয়ে, তাঁরা আখিরাতের কথা সর্বদা স্মরণে রাখতেন, একজন অপরজনকে স্মরণ করিয়ে দিতেন।
রাসুলুল্লাহ সা. ও তাঁদের আখিরাতের বিষয়ে ভাষণ দিতেন।