কিয়ামত দিবসকে অনেক নাম দেওয়া হয়েছে কারণ এটি খুবই তাৎপর্যপূর্ণ। আরবি ভাষায়, অথবা পৃথিবীর যেকোন ভাষাতে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ কোনো কিছুকে অনেকগুলো নাম দেওয়া হয়ে থাকে। উদাহরণস্বরূপ, আরবিতে ঘোড়াকে অনেক নাম দেওয়া হয়, শুধুমাত্র ঘোড়া শব্দটির অনেকগুলো প্রতিশব্দ আছে, এছাড়াও প্রজাতি, রঙ ইত্যাদি বিবেচনা করে আরও নাম দেয়া হয়েছে। একইভাবে, ইংরেজিতে মদ এর অনেক নাম আছে। কেন? কারণ, এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রাক-ইসলামিক যুগে মদের ৮০ টি নাম দেওয়া হয়েছিল কারণ এটা সে সময় তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল।
কিয়ামত দিবস আমাদের মুসলিমদের নিকট এতটাই গুরুত্বপূর্ণ যে ঠিক একইভাবে এটিকেও অনেকগুলো নাম দেওয়া হয়েছে। এই নামগুলো কিয়ামত দিবসে কি ঘটবে তা বর্ণনা করে। আমরা কিয়ামত দিবসের কয়েকটি নাম নিয়ে আলোচনা করব।