নবীর জন্ম – ইসলামিক কবিতা – শায়েখ আব্দুল্লাহ আল মুনির
নবীর জন্ম – ইসলামিক কবিতা – শায়েখ আব্দুল্লাহ আল মুনির
এমন যুগে রসুল এলেন
এতীম হয়ে জন্ম নিলেন
প্রথম রবীর সোমের রাতে
নয় তারিখ সঠিক মতে।
মা আমেনার কোলটি জুড়ে
আব্দুল্লাহর কুটির ঘরে।
দাদা আব্দুল মুত্তালিবে
নামটি তার দিলেন ভবে।
সেই থেকে বিশ্বময়। মুহাম্মদ তার পরিচয়।
নবীর জন্ম কবিতাটি পড়া শেষ হলে শেয়ার করে আপনার বন্ধুদের পড়ার সুযোগ করে দিন।