দাদার মৃত্যু এবং চাচা আবু তালিবের তত্ত্বাবধায়নে – ”কবিতায় নবীর কথা” কবিতার খন্ড অংশ- শায়েখ আব্দুল্লাহ আল মুনির

দাদার মৃত্যু এবং চাচা আবু তালিবের তত্ত্বাবধায়নে – ”কবিতায় নবীর কথা” কবিতার খন্ড অংশ- শায়েখ আব্দুল্লাহ আল মুনির এছাড়া শায়েখের অন্যান্য কবিতা পেতে আমাদের সাইটে নজর রাখুন।

নবীর বয়স আট হলে

দাদাও চলে গেলেন ফেলে।

যাওয়ার আগে নিজ সন্তান

আবু তালিবকে বলে যান।

তোমার আপন ভাইয়ের ছেলে।

পালন করো কষ্ট ভুলে।

আবু তালিব কথা রাখেন

নিজের ছেলের মতোই দেখেন।

তার চেয়েও অধিক বেশি

নবীর প্রতি ছিলেন খুশি।

একবার এক ক্ষরার দিন

আকাশ ছিলো বৃষ্টিহীন।

আবু তালিবকে বলল সবাই

এসো মোরা বৃষ্টি চাই।

আবু তালিব নবীকে নিয়ে

কা’বায় দেয় পিঠ ঠেকিয়ে।

শিশু নবীর ওসীলাতে

দোয়া করেন বৃষ্টি পেতে।

হঠাৎ করে মেঘ জমে

ভীষণ বেগে বৃষ্টি নামে।

আবু তালিব এসব দেখে

নবীকে নিয়ে কবিতা লেখে।

“সুদর্শন এই শিশুর নামে

মেঘ ভেঙ্গে বৃষ্টি নামে।”

দাদার মৃত্যু

আমাদের ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *