খুবাইব রাঃ এর কবিতার অনুবাদ – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
খুবাইব রাঃ এর কবিতার অনুবাদ
শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
যদি ঈমান থাকে রবের উপর
মৃত্যুকে নেই পরওয়া মোর।
মরন যখন আল্লাহর তরে
ভাবি না দেহটা কোন পাশে পড়ে।
(হোক না দেহটা হাজার খন্ড
সওয়াব তাতে হবে না পন্ড।)
আল্লাহ চাহে তো প্রতিটি মাংসে
বরকত হবে সমান অংশে।