কাব্যিক অনুবাদে শায়েখ আব্দুল্লাহ আল মুনীর

কাব্যিক অনুবাদে শায়েখ আব্দুল্লাহ আল মুনীর

হৃদয়ের নূর জ্বলে মন হয় উজ্বালা

হে মহান রব বলে ডাক দিই যেবেলা

নেশা জাগে মনোবাগে জল বয় আখিতে

প্রভু হে, মনটারে নাও ধরে সুপথে

নিঝুম নিশিতে ডাকি সাজদাতে তোমাকে

দয়াময় প্রভু তুমি ধৈর্যের নেই শেষ

সুমহান দাতা এক দানে নেই অবশেষ

মহান এক শ্রতা ‍তুমি সাড়া দাও দোয়াতে

আকাশের প্রভু ওগো নাও মোরে সুপথে

হৃদয়ের নুর জ্বলে মন হয় উজ্বালা

হে মহান রব বলে ডাক দিই যেবেলা

নেশা জাগে মনোবাগে জল বয় আখিতে

প্রভু হে মনটারে নাও ধরে সুপথে

হক পথে, হেদায়েতে সদা মোরে দিশা দাও

তোমারই দয়াই শুধু আজ আমার ভরসাও

এ জাহার পতি তুমি, তুমি-ই সহায়

কেয়ামতে সৃষ্টির শুধু তুমি আশ্রয়

দেখো আমি প্রভু হে তোমাতেই ক্ষমা চাই

মাফ করে দাও তুমি পুরা করো সব আশাই

হৃদয়ের নুর জ্বলে মন হয় উজ্বালা

হে মহান রব বলে ডাক দিই যেবেলা

নেশা জাগে মনোবাগে জল বয় আখিতে প্রভু হে মনটারে নাও ধরে সুপথে

কাব্যিক অনুবাদে শায়েখ আব্দুল্লাহ আল মুনীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *