করোনা মহামারীতে আমাদের করণীয় – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
করোনা মহামারীতে আমাদের করণীয় – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর এর প্রবন্ধটি পড়ুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে প্রচার করুন।
দারস সংগ্রহ
shaykhabdullahalmunir.com
লিপিবদ্ধকরণঃ
মুহম্মাদ
27-06/21-30/06/21
ফিনাইদহ
ভূমিকা
আলহামদুলিল্লাহ। লিপিবদ্ধকরণের ব্যাপারে কয়েকটা কথা বলা জরুরী মনে করছি।
১) শায়েখের অনুমতি নিয়ে আমি কাজটা শুরু করেছি।
২) লেকচারটা হুবহু লেখা আমার পক্ষে সম্ভব হয়নি। মূল ঠিক রেখে শব্দ বাক্য যোগ বিয়োগ হয়েছে। অনেক কথা, উদাহরণ বাদ পড়েছে। তবে বর্বাবস্থায় মূল ঠিক রাখার চেষ্টা করেছি। মূল ফায়দা পেতে শায়েখের বক্তব্য শোনা কাম্য। বক্তব্যের প্রাপ্তিস্থান উল্লেখ করা হয়েছে। আর কুরআনের ব্যাপারে আয়াত নং উল্লেখের চেষ্টা করেছি।
৩) ভুল-ত্রূটি ধরিয়ে দেওয়া কাম্য।
৪) অন্যান্য লেকচারারদের মত শায়েখের আলোচনা কোন গদবাধা সাধারণ কথা নয় যা শুনে, বুঝে, হৃদয়াঙ্গম করে তা আবার লেখার রুপ দেওয়া সহজ কথা। কাজেই আল্লাহর তাওফীকে যতটুক হয় তাই সংরক্ষণ করছি। মূলত আমার নিজের অডিও লেকচার শোনার দুর্বলতাকে দূর করার জন্যই এই কাজ করছি। নিজের পাশাপাশি অন্যরা ফায়দা নিতে পারে তাই লেখা, সজ্জা ইত্যাদির দিকে কিছুটা বেশি খেয়াল দিচ্ছি। তাছাড়া সংরক্ষণ ও প্রচারের দিক থেকে অডিও লেকচারের থেকে লিখিত রুপ অধিক সহজ বলেই এতে আরও আগ্রহ পেয়েছি।
৫) এটা আমার ২য় কাজ। ১মটা পরীক্ষমূলক ছিল। আমি নিজের মত করে একটা লেকচার সংগ্রহ করে তা লিখি। তািই বিশেষ ধারাবাহিকতা নেই।
৬) কেউ রিভিউ বা সম্পাদনার কাজ করতে চাইলে আমার কাছে থেকে মূল ফাইল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
৭) সাধারণত প্রতিটি পিডিএফেই এই একই ভূমিকা জুড়ে দেব ইনশআল্লাহ।
৮) আস্তে আস্তে সূচিকরণেরও চিন্তা আছে।
৯) আল্লাহ যেন শায়েখের দ্বীনি খেদমত জারি রাখেন ও তাকে উত্তম প্রতিদান দেন এবং এধরণের কাজ যেকোনোভাবেই যে কাউকে দিয়েই করিয়ে নেন। আমিন।
আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তাওফিক দেন। আমিন।
করোনা মহামারীতে আমাদের করণীয়
মহামারীর বিষয়ে হাদীস-কুরআন সামনে রেখে আমাদের চলাচল বা কর্মপন্থা কেমন হবে সেটাই আজকের আলোচ্য। কেননা দেখা যাচ্ছে যে বিষটা কেবল বৈশ্বিক ব্যাপারে সীমাবদ্ধ নেই। বরং নামাজের কাতারে ৩ ফুট দুরত্ব বজায় রাখা, মাস্ক পরে নামাজ পড়া, তারাবিহ জামাত ইত্যাদিতে কিছু বিধিনিষেধ আসা, এমনকি জুমুয়াও বাড়িতে পড়ার মত কিছু বিষয় দেখা যাচ্ছে। তো এসব এক্ষেত্রে সঠিক কর্মপন্থাটা কি হওয়া উচিত তা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সম্পূর্ণ প্রবন্ধ পড়তে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করুন।
আমাদের ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।