আসওয়াদ রাঃ এর কাহিনী – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
আসওয়াদ রাঃ এর কাহিনী – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর – এর ইসলামীক কবিতা আসওয়াদ রাঃ এর কাহিনী নিয়ে একটি অসাধারণ ইসলামীক কবিতা। এছাড়াও অন্যান্য ইসলামীক কবিতা পড়ার জন্য আমাদের সাইটে নজর রাখুন।
আসওয়াদ রাঃ এর কাহিনী
শায়েখ আব্দুল্লাহ আল মুনীর
এক কালো রাখাল ছিল আসওয়াদ নাম
খায়বার যুদ্ধের দিনে মানে ইসলাম।
কালেমা পড়ে ঝাপিয়ে পড়ে
শত্রূর সাথে লড়াই করে।
সেদিনই তার শাহাদাত ঘটে
একটা সলাতও ভাগ্যে না জোটে।
যুদ্ধের শেষে রসুল এসে
দাড়ালেন তার দেহের পাশে।
তার দেহের দিকে দৃষ্টি রেখে
মুখটা ঘোরান পিছন দিকে।
সাহাবারা সেথা হাজির ছিলেন
কারণ জানতে প্রশ্ন করেন।
রসুল তখন শোনান তার সুমধুর কাহিনী
তার কাছে আছে এখন দুই জন রমণী।
কি ভাগ্য ভাবো এক রাখালের তবে
আকাশের হুর মাটিতে এসে পড়ে।
তাই বলি, শহীদ হও জিহাদ করে
জীবনটাকে নাও ধন্য করে।